Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

প্রতিটি উপজেলায় একটি করে উপজেলা শিক্ষা অফিস রয়েছে । সিটি কর্পোরেশনের আওতায় প্রশাসনিক ইউনিটকে থানা বলা হয় যে জন্য সেখানে থানা শিক্ষা অফিস বলা হয় । উপজেলা/থানা শিক্ষা অফিসের কাজ একই । থানা/উপজেলা শিক্ষা অফিস হলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের আওতাধিন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রাধিন মাঠপর্যায়ের একটি দপ্তর।

 

নিকলী উপজেলা পরিষদের পশ্চিম পাশ্বে অবস্থিত।

৭ টি ইউনিয়ন নিয়ে নিকলী উপজেলা গঠিত।  ভৌগলিকভাবে ২৪.১৫ ও ২৪.২৭ উত্তর অক্ষাংশ এবং ৯০.৫২ ও ৯০.০৩ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে নিকলী উপজেলার অবস্থান। উপজেলাটির আয়তন ২১৪.৪০বর্গকিলোমিটার । উপজেলাটির উত্তরে করিমগঞ্জ ও মিঠামইন উপজেলা, দক্ষিণে বাজিতপুর উপজেলা, পূর্বে মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা, পশ্চিমে কটিয়াদি ও করিমগঞ্জ উপজেলা।উপজেলা শিক্ষা অফিস, উপজেলা সদরের মূল ভবনের পেছনে ছায়া সুনিবির একতলা ৩ কক্ষ বিশিষ্ট একটি ভবন। বিদ্যালয়ের সংখ্যা-৬০, শিক্ষক সংখ্য-৩৭২, ছাত্রছাত্রীর  সংখ্যা-১২৪২৬ , ভর্তির হার-১০০%, ঝরে পড়ার হার , উপবৃত্তির সংখ্যা-১০৪২৪, বই বিতরণের  সংখ্যা - ৯১২৯৪, ২০১৯ সমাপনী পরীক্ষার পাশের হার ৯৮.৪৪ ।